মুশফিকের রিভার্স সুইপ নিয়ে করা মন্তব্য বদলে নিলেন মুমিনুল
মুশফিকুর রহিমের সুইপ-রিভার্স সুইপ খেলা নিয়ে আলোচনা-সমালোচনা বহুদিনের। কিন্তু পুরো ক্যারিয়ারজুড়ে তাতে কমই কান দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দলের অসময়েও এমন সব শট খেলে সমালোচিত হয়েছেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্টে রিভার্স সুইপ খেলে দলকে বিপদে ফেলেছেন মুশফিক। এতে সমালোচনার ঝড় সামাল দিতে হয় তাকে।
সে সময় মুশফিককে সমর্থন দিয়ে টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছিলেন, এটা ক্রিকেটের শট; খেলতেই পারেন রিভার্স সুইপ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে মুমিনুলই নিজের বক্তব্য বদলে নিলেন। জানালেন, সময় বিবেচনা করে রিভার্স সুইপ খেলার কথা বলেছিলেন তিনি। যদিও এমন কথা তিনি সেসময় বলেননি।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজ সামনে রেখে গত ৮ মে চট্টগ্রামে চলে আসে বাংলাদেশ দল। প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই প্রস্তুতি নিয়েছে মুমিনুলবাহিনী। শুক্রবারের অনুশীলনের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। যেখানে উঠে আসে মুশফিকের রিভার্স সুইপ খেলার প্রসঙ্গটি।
মুশফিকের রিভার্স শট খেলায় আপত্তি নেই ডমিঙ্গোর। তবে এর জন্য উপযুক্ত সময় বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রোটিয়া এই কোচের ভাষায়, 'ওপেনিং ব্যাটসম্যান কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হলে বা মিড উইকেটে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলে এটা খেলা বন্ধ করতে বলবেন? কোনো শট নিয়ে যদি কারও আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে এবং যদি সে মনে করে এটা ভালো বিকল্প, সেই শট খেলায় সমস্যা থাকতে পারে না। আমার মতে, শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ, কখন শটটি খেলা উচিত এবং কেন ওই শট খেলা প্রয়োজন।'
ম্যাচের আগের দিন মুমিনুলকে সেটাই মনে করিয়ে দেওয়া হলো। প্রশ্ন করা হলো, সেশন বা শেষ হওয়ার কয়েক মিনিট বাকি কিংবা দল বিপদে, এমন সময়ে কেউ রিভার্স সুইপ খেললে সেটাকে সমর্থন করবেন কিনা? উত্তরে মুমিনুল বলেন, 'এর আগে কিন্তু আমি সমর্থন দিয়ে কথাটা বলিনি। আমি বলেছি, অবস্থা বুঝে খেলা। ওই সময়ে ওই অবস্থায় উনি যদি মনে করেন ঠিক হয়নি, তাহলে উনি বুঝতে পারবেন। এটা আমার বলার দরকার নেই। তাহলে সবাই বুঝতে পারবে উনি শিখতে পারেননি।'
যদিও সময় বুঝে রিভার্স শট খেলার কথা সে সময় বলেননি মুমিনুল। ওই টেস্টে মুশফিকের রিভার্স সুইপ নিয়ে তিনি বলেছিলেন, ''আমার কাছে মনে হয়, ওয়ানডে টেস্ট বা টি-টোয়েন্টি, যেসব জায়গায় খেলা হয়; উনি কিন্তু… (এই শট খেলেন)।'
'আপনারা এটা নিয়ে বেশি কথা বলতেই পারেন। রিভার্স সুইপ কিন্তু ক্রিকেটের একটা শট, তাই না? ক্রিকেটের বাইরের কোনো শট না। অবশ্যই এটা একটা শট। এই শট তো খেলতেই পারেন উনি। উনার খেলার পরিকল্পনায় যদি এই শট থাকে, তাহলে তো খেলবেই। আর এটা এমন না যে উনি খেলে রান করেনি বা ব্যর্থ খুব। আমার মনে হয় উনাকে সমর্থন করা উচিত। আমি উনাকে সমর্থনও করি।'