আবারও পথ দেখালেন নাঈম, সুর মেলালেন সাকিব
১৫ মাস পরে টেস্ট খেলতে নেমেই দলের ত্রাতা হয়ে উঠেছেন নাঈম হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে টেস্টের প্রথম দিন তার অফ স্পিনেই আসে প্রথম উইকেট। পরের উইকেটটাও ঝুলিতে পোড়েন চট্টগ্রামের এই ক্রিকেটার। দ্বিতীয় দিনও তিনিই পথ দেখালেন।
এবার প্রথম উইকেট নিয়ে দ্বিতীয় উইকেটের জন্য আর অপেক্ষা নয়, এক ওভারেই তুলে নিলেন দুই উইকেট। আগের দিন দারুণ বোলিং করা সাকিব আল হাসানও এদিন নাঈমের পথ অনুসরণ করলেন। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারও নিলেন এক ওভারে দুই উইকেট। জোড়ায় জোড়ায় উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা শ্রীলঙ্কা পথে থাকলেও জোড়া আঘাতে হঠাৎ-ই তাদের পথ ভুলিয়ে দেন নাঈম। কয়েক ওভার পর একই ঘটনার পুনরাবৃত্তি করেন সাকিব। নাঈম তিন বলের ব্যবধানে পরের উইকেট নিলেও সাকিব নেন পরপর। জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা, যদিও তা হয়নি।
প্রথম ইনিংসে হঠাৎ দিক হারিয়ে বিপাকে পড়ে গেছে শ্রীলঙ্কা। ৩১৯ রানে পঞ্চম উইকেট হারানো সফরকারীরা পরের ৯ রানের মধ্যে হারিয়েছে ৩ উইকেট। টস জিতে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা ১১৮ ওভার শেষে ৮ উইকেটে ৩৩৫ রান তুলেছে। আশার আলো হয়ে এখনও টিকে আছেন সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথুস। ১৫৩ রানে অপরাজিত আছেন তিনি, বিশ্ব ফার্নান্দো ২ রানে ব্যাটিং করছেন।
১১৪তম ওভারে নাঈবের বলে সুইস হিট করতে গিয়ে এলবিডব্লিউ হন দিনেশ চান্দিমাল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ৬৬ রান করা ডানহাতি এই লঙ্কান ব্যাটসম্যান। এই ওভারেরই পঞ্চম বলে নিরোশান ডিকভেলার স্টাম্প উপড়ে নেন নাঈম। ১১৭তম ওভারে জোড়া উইকেট নেন সাকিব। রমেশ মেন্ডিসকে বোল্ড করে লাসিথ এমবুলদেনিয়াকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব।