ব্যাটিংয়ে ভালো শুরুর স্বস্তিতে দ্বিতীয় দিন পার
বাংলাদেশের অস্বস্তি বাড়িয়ে যাওয়া অ্যাঞ্জোলো ম্যাথুসকে ফিরিয়ে দিলেন নাঈম হাসান। তাতে কেবল ম্যাথুসকে ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত করাই নয়, শ্রীলঙ্কার প্রথম ইনিংসেও ইতি টানো হয়ে গেল। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়েছে। কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ঘরের মাঠের দলটি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ১৯ ওভারে ৭৬ রান তুলেছে বাংলাদেশ। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ৫২ বলে ৪টি চারে ৩৫ রানে অপরাজিত আছেন। তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় ৬৬ বলে ৫টি চারে ৩১ রানে অপরাজিত আছেন। আগে ব্যাটিং করা শ্রীলঙ্কা ম্যাথুসের ১৯৯ ও দিনেশ চান্দিমালের ৬৬ রানে ৩৯৭ রান তোলে। শ্রীলঙ্কার চেয়ে ৩২১ রানে পিছিয়ে আছে মুমিনুল হকের দল।
৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। শুরুটা খারাপ ছিল না তাদের, ঠিক পথে ছিল সফরকারীরা। কিন্তু একই ওভারে জোড়া আঘাতে হঠাৎ-ই তাদের পথ ভুলিয়ে দেন নাঈম হাসান। কয়েক ওভার পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান সাকিব আল হাসানি। নাঈম তিন বলের ব্যবধানে পরের উইকেট নিলেও সাকিব নেন পরপর দুই উইকেট।
প্রথম দিন ২ উইকেট নেওয়া নাঈম এদিন আরও বেশি স্পিন ভেল্কি দেখিয়েছেন। তার স্পিন ঘূর্ণিতেই এলোমেলো হয়ে পড়ে লঙ্কানদের ইনিংস। ১১৪তম ওভারে নাঈমের বলে সুইস হিট করতে গিয়ে এলবিডব্লিউ হন দিনেশ চান্দিমাল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ডানহাতি এই লঙ্কান ব্যাটসম্যান। এই ওভারেরই পঞ্চম বলে নিরোশান ডিকভেলার স্টাম্প উপড়ে নেন নাঈম। ১১৭তম ওভারে গিয়ে জোড়া উইকেট নেন সাকিব। রমেশ মেন্ডিসকে বোল্ড করে লাসিথ এমবুলদেনিয়াকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। লঙ্কার শেষ ২ উইকেট নেন নাঈম।
ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে আউট হওয়া ম্যাথুস সাড়ে ৯ ঘণ্টা ব্যাটিং করে তার ৩৯৭ বলের ইনিংসটি সাজান, যেখানে ছিল ১৯টি চার ও একটি ছক্কা। এর আগে ওপেনার ওশাদা ফার্নান্দো ৩৬, কুশল মেন্ডিস ৫৪, চান্দিমাল ৬৬ ও বিশ্ব ফার্নান্দো ১৭ রান করেন। শ্রীলঙ্কার ছয়জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। প্রথম দিন ৪ উইকেটে ২৫৮ রান তোলা শ্রীলঙ্কা দ্বিতীয় দিন ৬ উইকেটে ১৩৯ রান তোলে।
১৫ মাস পরে টেস্ট ক্রিকেটে ফেরা নাঈম ৩০ ওভারে ১০৫ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট, যা তার ক্যারিয়ার সেরা বোলিং। টেস্টে এ নিয়ে তৃতীয় বারের মতো ৫ উইকেট বা তার বেশি উইকেট পেলেন তিনি। ৫ মাস পর টেস্টে ফেরা দারুণ সাকিব ছন্দময় বোলিং করেছেন।
সবচেয়ে কম রান খরচা করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ৩৯ ওভারে ৬০ রানে তার শিকার ৩ উইকেট। একটি উইকেট পান তাইজুল ইসলাম। শ্রীলঙ্কার ১০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। দুই পেসার খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম কোনো উইকেট পাননি।