বুকের ব্যথায় মাঠ ছেড়ে হাসপাতালে লঙ্কান ক্রিকেটার
আগের ম্যাচে তার ব্যাটে স্বস্তি পেয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও করেন ৪৮ রান। সেই কুশল মেন্ডিসকে নিয়েই দুশ্চিন্তায় পড়ে যেতে হলো শ্রীলঙ্কাকে। সোমবার মিরপুর টেস্টের প্রথম দিনে হঠাৎ বুকের ব্যথায় মাঠ ছেড়েছেন কুশল। লঙ্কান এই টপ অর্ডার ব্যাটসম্যানকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কুশলের হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'মাঠে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় কুশল মেন্ডিসকে হাসপাতালে নেওয়া হয়েছে। কী সমস্যা, সেটা ডাক্তার চেকআপ করে বলতে পারবেন। আপাতত তিনি হাসপাতালেই আছেন।
বাংলাদেশের প্রথম ইনিংসের ২৩তম ওভারের খেলা চলছিল। ওভারের প্রথম বলটি করেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। বলটি না খেলে ছেড়ে দেন মুশফিকুর রহিম। বলটি গ্লাভসে নিয়ে স্লিপে দাঁড়ানো কুশলের কাছে দেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা।
বলটি হাতে নিয়ে একটু পেছনের দিকে হেলে যান কুশল। এরপর বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। সতীর্থরা ড্রেসিংরুমের দিকে ইশারা দেন ফিজিওকে ডাকার জন্য। এরপরই উঠে দাঁড়ান কুশল, কিন্তু বারবার বুকে হাত দিচ্ছিলেন তিনি।
লঙ্কান ফিজিও মাঠে ঢুকে কুশলকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। তখন বাইরে প্রস্তুত রাখা হয় স্ট্রেচার। যদিও স্ট্রেচারের দরকার হয়নি। হেঁটেই বিসিবির মেডিকেল বিভাগ পর্যন্ত যান তিনি। এরপর পরামর্শ অনুযায়ী কুশলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বদলি হিসেবে ফিল্ডিং করছেন কামিন্দু মেন্ডিস।
চট্টগ্রাম টেস্টেও বিপাকে পড়তে হয়েছিল শ্রীলঙ্কাকে। মাথায় বলের আঘাতে তৃতীয় দিন মাঠ ছাড়েন পেসার বিশ্ব ফার্নান্দো। তার কনকাশন সাব হিসেবে খেলেন কাসুন রাজিথা।