সাকিব-এবাদতে থামলো শ্রীলঙ্কার প্রথম ইনিংস
১৬৫.১ ওভারের ইনিংস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে স্কোরকার্ডে রান জমা হয়েছে ৫০৬ রান। স্বস্তিতেই থাকার কথা শ্রীলঙ্কার। মিরপুর টেস্টের প্রথম ইনিংসেই ১৪১ রানের লিড নিয়েছে সফরকারীরা। চতুর্থ দিনের বিকালে শ্রীলঙ্কার এসে শ্রীলঙ্কার ইনিংস থামাতে সক্ষম হলো বাংলাদেশ। নেপথ্যে সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণি ও এবাদত হোসেনের মাঝারি মানের পেস বোলিং।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার শেষ ব্যাটসম্যান আসিথা ফার্নান্দো রান আউট হন, বাকি ৯ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন সাকিব ও এবাদত। শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ওভার বোলিং করা সাকিব নিয়েছে ৫ উইকেট, যা তার ক্যারিয়ারের ১৯তম ৫ উইকেট। চার বছর পর ইনিংসে ৫ উইকেট নিলেন বাঁহাতি এই স্পিনার। সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নেন তিনি। এবাদত নিয়েছেন ৪ উইকেট।
৫ উইকেটে ২৮২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ম্যাথুস ৫৮ ও চান্দিমাল ১০ রান নিয়ে দিনের শুরু করেন। এদিনও তারা দারুণ শুরু এনে দেন দলকে। নতুন দিনেও উইকেটে নিজেদের মানিয়ে নিয়ে সাবলীল ব্যাটিং করে যেতে থাকেন লঙ্কান এই দুই ব্যাটসম্যান। বাংলাদেশের কোনো বোলারই তাদের সামনে বাধার দেয়াল তুলতে পারছিলেন না।
১৫৭তম ওভারে গিয়ে এই জুটি ভাঙেন এবাদত। এর আগে ১৯৯ রানে জুটি গড়েন ম্যাথুস ও চান্দিমাল। এর মাঝে দুজনই তুলে নেন সেঞ্চুরি। ১৮১ বলে ৯টি চার ও একটি ছক্কায় ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন চান্দিমাল। শেষ পর্যন্ত ২১৯ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১২৪ রান করে বিদায় নেন তিনি।
তখনও অবিচল ২৭৪ বলে ৬টি চার ও একটি ছক্কায় ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি করা ম্যাথুস। চান্দিমালের বিদিায়ে উইকেটে যাওয়া নিরোশান ডিকভেলাকে সাবলীল মনে হলেও বেশি সময় টিককে পারেননি তিনি। ৯ রান করেই সাকিবের শিকারে পরিণত হন তিনি। এরপর অন্য প্রান্তে বিদায় মিছিল শুরু হয়, দ্রুত ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। সঙ্গীর অভাবে আর ব্যাটিং করা হয়নি ম্যাথুসের। ৩৪২ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১৪৫ রানে অপরাজিত থাকেন তিনি।
৫ উইকেট নেওয়া সাকিব বোলিং করেছেন ৪০.১ ওভার, তার খরচা ৯৬ রান। ৪ উইকেট শিকারী এবাদত ৩৮ ওভারে ১৩৮ রান দেন। অনুজ্জ্বল থেকে যাওয়া আরেক পেসার খালেদ আহমেদ ২৩ ওভারে ৮৫ রান খরচায় উইকেটশূন্য থাকেন। অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামও কিছু করতে পারেননি, সর্বোচ্চ ৪৯ ওভারে ১২৪ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। মোসাদ্দেক হোসেন সৈকত ১২ ও অধিনায়ক মুমিনুল হক ৩ ওভার বোলিং করেন।