‘সবচেয়ে সহজ কাজ কোচ, অধিনায়ক ও নির্বাচকদের’
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/05/26/shakib_4.jpg)
টস হেরে ব্যাটিংয়ে নেমেই মাঝ দরিয়ায় পড়ে যায় বাংলাদেশ। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের পেসারদের তোপে মুখ থুবড়ে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন আপ। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১০৩ রানেই। এর মাঝেও ৫১ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাটিংয়ের কেন এই দশা, সেই ব্যাখ্যা নেই বাংলাদেশের টেস্ট অধিনায়কের কাছে।
কী কারণে এমন ব্যাটিং, কোথায় ভুল হয়ে গেল? প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সাকিব জানালেন, কোনোভাবেই এটার ব্যাখ্যা করার সুযোগ নেই। তবে এক্ষেত্রে কোচ, অধিনায়ক ও নির্বাচকদের কাজটা সহজ মনে হয় তার কাছে। কারণ কেউ খারাপ করলে তাকে বাদ দিয়ে দিতে পারেন কোচ, নির্বাচকরা।
সাকিব বলেন, 'কোনোভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগই দেখি না। আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারো কাছে আছে কিনা। সাধারণত যেটা হয় যে, কোচ-অধিনায়কের কাজটা সহজ। ধরুন কেউ পারফর্ম করল না, তাকে বাদ দিয়ে দিই। সবচেয়ে সহজ কাজ কোচ, অধিনায়ক ও নির্বাচকদের। "তুমি পারফর্ম করছ না, বাদ দিয়ে দিলাম।"
তাই ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সাকিব। তার ভাষায়, 'এখানে আসলে ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে। কেউ এসে তাদের মুখে তুলে খাইয়ে দিয়ে যাবে না। ব্যর্থ হয়েছে, আশা করি দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা এমনভাবে ঘুরে দাঁড়াবে; যেন আমরা এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারি। সেই চ্যালেঞ্জটা থাকবে।'
প্রথম দিনই পিছিয়ে পড়া এই ম্যাচে করণীয় কী, সেটাও জানালেন সাকিব। আশার কথা শুনিয়ে তিনি বলেন, 'দলের দুটি সুযোগ থাকে। একটা হচ্ছে ছেড়ে দিয়ে ওদের যতো ইচ্ছা রান করতে দেওয়া। তারপর আমরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে খেলা শেষ হয়ে গেল। আরেকটা হচ্ছে আমরা চেষ্টা করলাম। যদি ওদের এক শ, দেড় শ, দুই শ'র ভেতরে অলআউট করতে পারি, এমনকি আড়াই শ'র ভেতরে অলআউট করতে পারি, তখন আমরা যদি সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করি, লড়ার সুযোগ থাকবে।'
'শেষ ইনিংসে এখানে কী হবে, আমরা তো জানি না। প্রতিদিনই নতুন একটা দিন। সেই সুযোগটা আমাদের ছিল। আমি খুবই খুশি যে পুরো দল সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। চেষ্টা করেছে যদি আমরা এমন কোনো বোলিং পারফরম্যান্স দিতে পারি, যেটা আমরা ব্যাটসম্যানদের কাছ থেকে পাইনি।' যোগ করেন সাকিব।
বোলারদের পারফরম্যান্সে খুশি হলেও কয়েকটি ক্যাচ হাতছাড়া করা নিয়ে আক্ষেপ করতে দেখা গেল সাকিবকে, 'আজকের দিনে আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল, সেগুলো নিতে পারলে পেসারদের জন্য পারফেক্ট একটা দিন হতো। যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। আমার মনে হয় পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বল করেছে। মুস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। এবাদত সব সময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে। ওরা একটু আনলাকি। আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা আরও ভালো অবস্থানে থাকতাম।'