বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ- এটা আগের খবরই। নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে তৃতীয় দল নিয়ে আলোচনা ছিল। আলোচনায় যে দেশের নামটি ছিল, সেই পাকিস্তানই তৃতীয় দল হয়েছে। ইতোমধ্যে সিরিজটির সূচি চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি।
মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজটির সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনডেজসি)। ফাইনালসহ ৭ ম্যাচের এই সিরিজ ৭ অক্টোবর মাঠে গড়াবে। প্রতিটা দল একে অপরের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। সেরা দুই দল খেলবে ফাইনাল। হ্যাগলে ওভালে ১৪ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্ব আসরের প্রস্তুতি হিসেবে অ্যাডিলেডে ১০ দিনের একটা ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। এ কারণে আগে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ। প্রস্তুতি ক্যাম্প শেষে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে তারা। ৮ দিনের সিরিজ শেষে আবার অস্ট্রেলিয়ায় ফিরবেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানরা।
ত্রিদেশীয় সিরিজটির সবগুলো ম্যাচ নিউজিল্যান্ডের হ্যাগলে ওভালে অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর শুরু হতে যাওয়া এই সিরিজটিতে মাঝে কেবল একদিন বিরতি থাকবে, এ ছাড়া প্রতিদিনই ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর দ্বিতীয় ম্যাচে লড়বে নিউজল্যিান্ড-পাকিস্তান। বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ৯, ১২ ও ১৩ অক্টোবর। বাংলাদেশের একটি ম্যাচ বাংলাদেশ সময় দুপুর একটায় শুরু হবে, বাকি তিনটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।
এর আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। এ সময় কেবল অনুশীলনই নয়, ম্যাচও খেলবে তারা। গত মাসে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, বিগ ব্যাশের দল রেডব্যাকসের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।