দুঃস্বপ্নের সিরিজের পারফরম্যান্সেও র্যাঙ্কিংয়ে উন্নতি শান্ত-খালেদের, পেছালেন সাকিব
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজটা দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। চরম ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ব্যাট হাতে বলার মতো ইনিংস খেলতে পারেননি কেউই। এরপরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হাসান শান্তর। দুটি হাফ সেঞ্চুরি করা নুরুল হাসান সোহানেরও উন্নতি হয়েছে।
ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়া ডানহাতি পেসার খালেদ আহমেদ বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। তবে ব্যাটে-বলে অনুজ্জ্বল থাকা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিব আল হাসানের। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বুধবার তা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
সেন্ট লুসিয়া টেস্টে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি শান্ত। প্রথম ইনিংসে ২৬ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান পরের ইনিংসে করেন ৪২ রান। এই দুই ইনিংসেই ১১ ধাপ উন্নতি হয়েছে তার, ৮৮ নম্বরে আছেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ৫০ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলা সোহান ১৪ ধাপ এগিয়ে ৮৪ নম্বরে আছেন।
ব্যাটসম্যানরা না পারলেও খালেদ তার সামর্থ্য প্রমাণ করেছেন। প্রথম টেস্টে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের এই পেসার দ্বিতীয় টেস্টে ইনিংস নেন ৫ উইকেট। বাংলাদেশের ষষ্ঠ পেসার হিসেবে এই কীর্তি গড়া খালেদের উন্নতি হয়েছে ৯ ধাপ, তিনি আছেন ৮৮ নম্বরে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাইজুল ইসলাম, বাঁহাতি এই স্পিনার আছেন ২৭ নম্বরে। দ্বিতীয় টেস্টে ৩ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে ৩০ নম্বরে আছেন। অনুজ্জ্বল থেকে যাওয়া বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন।
ব্যাটিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন লিটন কুমার দাস। সেন্ট লুসিয়া টেস্টে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটসম্যান এক ধাপ পিছিয়ে ১৩ নম্বরে আছেন। এই সফরে ছুটিতে থাকা মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে আছেন। এক ধাপ অবনতি হয়েছে তামিম ইকবালেরও, তিনি আছেন ৩৮ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়েছেন সাকিব, ৩৯ নম্বরে আছেন তিনি। প্রথম টেস্টে আলো ছড়িয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এগোনো সাকিব আবার পিছিয়ে গেছেন। সেন্ট লুসিয়া টেস্টে ব্যাটে-বলে নিস্প্রভ থাকায় ১৮ রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন সাকিব। আগের মতোই শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা, দুই নম্বরে উঠে গেছেন রবিচন্দ্রন অশ্বিন।