প্রবেশনারি অফিসার নেবে এনআরবি গ্লোবাল ব্যাংক
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে।
ইউজিসি অনুমোদিত পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী স্নাতকসহ এমবিএ/ এমবিএম বা মাস্টার্স ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে সব পরীক্ষায় প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। ১০ জানুয়ারি ২০২১ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।
প্রবেশনারি অবস্থায় এক বছর মাসিক ৪৮ হাজার টাকা বেতন দেয়া হবে। পরবর্তীতে অফিসার হিসেবে পদায়ন এবং ব্যাংকের নিয়মানুযায়ী বেতন ভাতা দেয়া হবে।
প্রার্থীরা অনলাইনে http://erecruitment.nrbglobalbank.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত।