খালেদা জিয়া বিদেশে যেতে রাজি, জানালেন বিএনপি সাংসদ হারুন
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/10/01/khaleda_zia_-_2.jpeg)
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়া জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশে যেতে রাজি বলে মঙ্গলবার জানিয়েছেন দলটির সংসদ সদস্য হারুনুর রশীদ।
তিনি বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিজ দলের আরও দুই সংসদ সদস্যকে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, “উনার (খালেদা) অসুখের জন্য অবিলম্বে বিদেশে বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসা দরকার। তাঁকে জামিন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত না করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই।”
চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে যেতে চান কি না এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, “তিনি চিকিৎসার সুযোগ পেলে অবশ্যই বিদেশে যাবেন। তিনি আজ জামিন পেলে কাল বিদেশ যাবেন।”
হারুন আরও বলেন, এখন খালেদা জিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার হবে তাঁর চিকিৎসা। তাঁর বর্তমান যে শারীরিক অবস্থা তাতে সুচিকিৎসার জন্য তেমন বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশে নেই।
তিনি বলেন, বিএনপি প্রধানকে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ থেকে কেন সরকার বঞ্চিত করছে তা মানুষ জানতে চায়।
বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সাত্তার ও আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে হারুন বিকাল সাড়ে ৪টার দিকে বিএসএমএমইউতে যান। খালেদা জিয়ার সঙ্গে তাদের সাক্ষাৎকার প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।
খালেদা জিয়া ১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন।