চোটের জন্য ছিটকে গেলেন মাশরাফি, অধিনায়ক তামিম
চোটের জন্য বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ছিটকে পড়ায় শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলিং অনুশীলন করতে গিয়ে চোট পান মাশরাফি।
মাশরাফির পরীক্ষা নিরীক্ষার পর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের জানান, চোটের কারণে মাঠে ফিরতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে বাংলাদেশ দলের ওয়ান ডে অধিনায়কের।
তিনি বলেন, “আগের জায়গাতেই নতুন করে চোট পেয়েছেন এবার। তিনি এই মুহূর্তে ভালো অবস্থায় নেই। মাঠে ফিরতে ওর অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।”
আগেই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নেয়া বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান দল না থাকায় বিসিবি থেকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে তামিমকে।
শনিবার দুপুরে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কার সাথে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৩ জুলাই খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশ দলঃ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক।