ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।
তিনি বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ শফিকুল ইসলামকে ডিএমপির কমিশনার হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
ডিএমপির বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়া ২০১৫ সালের ৭ জানুয়ারি নিজ পদে যোগ দেন এবং তারঁ মেয়াদ ১৩ আগস্ট শেষ হয়।
পরে ১৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে আছাদুজ্জামান মিয়াকে ৩০ দিনের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।