দীঘিনালায় প্রসীতপ্রন্থী ইউপিডিএফ সন্ত্রাসীদের সঙ্গে সেনা টহলের গুলিবিনিময়: ৩ সন্ত্রাসী নিহত ও ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বড়াদম ইউনয়নের গহীন এলাকায় সোমবার ভোরে গোলাগুলিতে তিন ব্যক্তি নিহত হবার খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল একটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহতদের হলে জিতেন্দ্র চাকমা নবীন চাকমা (২৫) ও রসুল চাকমা (২৭) একই উপজেলার কৃপাপুর এলাকার বাসিন্দা। এলাকায় তারা প্রসীতপ্রন্থী ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’এর রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
নিরাপত্তা বাহিনীর সূত্রটি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি নিয়মিত টহলদল দায়িত্বকালীন সময়ে অজ্ঞাত সন্ত্রাসীরা গোপন আস্তানা থেকে টহলের ওপর গুলি ছুঁড়ে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে বিনন্দচুগ এলাকায় এই তিন ব্যক্তির মৃত্যু ঘটে।
এই ঘটনায় এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কটি অস্ত্র উদ্ধারের বিষয়ও নিশ্চিত করেছে সূত্রটি।