ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্যরিস্টার সুমনের বিরুদ্ধে মামলা
হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটুক্তির অভিযোগ এনে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক ব্যক্তি।
সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এই মামলাটি করেন গৌতম কুমার নামে রাজধানীর ভাসানটেকের এক বাসিন্দা।
তাকে আইনি সহায়তা দিচ্ছেন অ্যাডভোকেট সুমন কুমার রায় ও আইনজীবী সঞ্চয় কুমার দে দুর্জয়।
ফেসবুকের একটি স্ট্যাটাসে ব্যারিস্টার সুমন হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্পর্কে ‘মিথ্যা, অশ্লীল ও আপত্তিকর’ তথ্য দিয়েছেন বলে মামলার অভিযোগপত্রে বলা হলেও ওই প্রোফাইলটি তার নামে খোলা ‘ফেইক আইডি’ বলে দাবি করেছেন সুমন।
ফেসবুকে লাইভের মাধ্যমে সামাজিক নানা সমস্যা তুলে ধরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ব্যারিস্টার সুমন।