রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডি’র পুনঃনিয়োগ
রাষ্ট্র মালিকানাধীন সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তিন বছরের জন্য পুনঃনিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এ নিয়োগ নিশ্চিত করেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের এমডি উবায়েদ উল্লাহ আল মাসুদকে রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আর রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানকে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকে।
তবে অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ সামস-উল ইসলামকে একই ব্যাংকে রাখা হয়েছে।
এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট এ তিন ব্যাংকের এমডি হিসাবে এ তিনজন নিয়োগ পান।
এখন অর্থ মন্ত্রণালয়য়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কাজে পুনঃনিয়োগের চিঠি পাঠাবে। এরপর ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পরিচালনা পর্ষদ এমডি হিসাবে নিয়োগ দেবে।
সরকারই মূলত রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের এমডিদের নিয়োগ দেয়। পরিচালনা পর্ষদের মাধ্যমে এমডিদের নিয়োগ দেওয়াটা আনুষ্ঠানিকতা মাত্র।