সার্জিও এগুয়েরোর যাদুকরী ৪০০ গোলের মাইলফলকে ম্যানসিটির জয়
৪০০ গোলের মাইলফলক স্পর্শ করা সার্জিও এগুয়েরো ও ডেভিড সিলভার দক্ষতার প্রশংসা করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। রোববার এগুয়েরোর জোড়া গোলে প্রিমিয়ার লিগে এএফসি বোর্নমাউথকে ৩-১ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিজয়ী দলের পক্ষে বাকি গোলটি করেছেন রাহিম স্টার্লিং।
দিন ম্যানচেস্টার সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন স্প্যানিশ মিডফিল্ডার সিলভা।
ম্যাচ শেষে গার্দিওলা সাংবাদিকদের বলেন, “ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে যে কোনো কিছুই ঘটতে পারত। আপনারা জানেন গোলমুখে সার্জিও কতটা দক্ষ। খেলোয়াড়দের আমি মোবারকবাদ জানাতে চাই। এগুয়েরোর দ্বিতীয় গোলটিও ছিল গুরুত্বপূর্ণ।”
ম্যাচের আগে গার্দিওলা বলেছিলেন, “সিলভার যোগ্যতা নিয়ে সন্দেহ পোষণ করাটা ছিল ‘ভুল’। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার এগুয়েরোর দ্বিতীয় গোল ও রাহিম স্টার্লিংএর গোলে সহায়তা করেছেন।”
২০১৯-২০ মৌসুম শেষে আগামী জুনে সিটি ছাড়তে যাওয়া সিলভা প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, “সবাই তাকে জানেন। আমি আর কী বলব? এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার মতো দক্ষ খেলোয়াড় বিশ্বে আর দ্বিতীয়টা নেই। সে একজন যোদ্ধা।”
ম্যাচের ১৫ মিনিটে সিটির হয়ে গোলের সূচনা করেন এগুয়েরো। বেলজিয়ান প্লে-মেকার কেভিন ডি ব্রুইনার জোগান থেকে বল পেয়ে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। এর মাধ্যমে দ্রুততম ৫০ গোলে সহায়তার রেকর্ড গড়েন ডি ব্রুইনা। এটি ছিল তাঁর ১২৩তম ম্যাচ।
ক্লাবের ওয়েবসাইটকে এগুয়েরো বলেন, “কেভিনকে অভিনন্দন। তিনি অসাধারণ একজন খেলোয়াড়। গোল করার জন্য ডেভিড দারুণ সহযোগিতা করতে পারেন। তাঁরা আমাদের সঙ্গে খেলে বলেই আমরা খুশি। এটি এমন একটি স্কোয়াড যেখানে মূল একাদশ গঠন করা কোচের জন্য কষ্টসাধ্য।”