‘দোষী’ মিয়ানমারের ওপর ‘আন্তর্জাতিক চাপ’ চায় বাংলাদেশ
রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল না হওয়ার জন্য বাংলাদেশকে দায়ী করে মিয়ানমার যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাখ্যান করে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানান মোমেন।
এরপর সাংবাদিকদের তিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন ব্যর্থ হওয়ার পেছনে বাংলাদেশের কোন দোষ নেই। সব দোষ মিয়ানমারের।
“এখানে বাংলাদেশের কোন দোষ নেই। সব দোষ মিয়ানমারের। কারণ, আমাদের পক্ষ থেকে যা যা করার ছিলো বাংলাদেশ তা করেছে। কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা রোহিঙ্গাদেরকে সেই প্রতিশ্রুতি বিশ্বাস করাতে পারেনি।”
মিয়ানমার যে রোহিঙ্গাদের ফেরার জন্য নিরাপদ তা তাদের বিশ্বাস করানোর জন্য আন্তর্জাতিক মহল, বিভিন্ন সংস্থা এবং কিছু রোহিঙ্গা নেতাদের রাখাইনের পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করার সুযোগ তৈরি করে দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
এর পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা এনজিওগুলোর বিরুদ্ধে যদি শর্ত লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।