‘প্রাচীর টপকে’ আসামি পালাল, দুই ঘণ্টা পর গ্রেপ্তার করল পুলিশ
যাবজ্জীবন সাজা পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছিলেন উমর কিসকু নামে হত্যা মামলার এক আসামি। জেল পালিয়ে কারাগারের বাইরে মুক্ত পরিবেশেও ছিলেন ঘণ্টা দুয়েক। এরপর তাকে ফের গ্রেপ্তার কথা জানায় পুলিশ।
সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ‘প্রাচীর টপকে’ উমর কিসকু নামে এই আসামি পালিয়ে যান বলে জানান রাজশাহী কারাগারের কারা উপ মহাপরিদর্শক আলতাব হোসেন।
তিনি বলেন, “এর কিছুক্ষণ পরেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
আসামি উমর কিসকু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিমলাদীঘি পাড়া এলাকার শাহেদ কিসকুর ছেলে। মরিয়ম মাস্টার নামের এক নারীকে হত্যার মামলায় ২০১১ সালে যাবজ্জীবন সাজা পান উমর। সাজা পাবার পর থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারেই বন্দী ছিল সে।
রাজশাহীর রাজপাড়া থানার ওসি সাহাদাত হোসেন খান জানান, “সোমবার সকাল সোয়া ১০ টার দিকে কারাগারের উচু প্রাচীর টপকে পালায় উমর কিসকু। বিষয়টি সকাল সাড়ে ১০ টায় জানতে পারে কারা কর্তৃপক্ষ। পরে রাজপাড়া থানাকে তারা জানায়। পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযান শুরু করার দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২ টায় নগরীর ডিঙ্গাডোবা রেলক্রসিং থেকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।”
এ বিষয়ে কথা বলতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা বেগমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।