কোভিডের ডেল্টা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের পার্থক্য কী?
ভারতে মহামারি পরিস্থিতি কিছুটা উন্নতির পরই নতুন আশঙ্কারূপে আবির্ভূত হয় অধিক সংক্রামক ডেল্টা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বজুড়েই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত ৪০ জন রোগী শনাক্ত হয়েছে, এনিয়ে প্রয়োজন বিস্তারিত গবেষণার। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্টের-ই একটি ধরন।
ডেল্টা ও ডেল্টা প্লাসের পার্থক্য
ডেল্টা ভ্যারিয়েন্ট বা বি.১.৬১৭.২ (B.1.617.2) সর্বপ্রথম ভারতে শনাক্ত হয়। বিশ্বজুড়ে এ ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ডেল্টা প্লাস বা বি.১.৬১৭.২/(এওয়াই.১) [B.1.617.2.1/(AY.1) ডেল্টা ভ্যারিয়েন্টেরই একটি ধরন হওয়ায় এটিকেও উদ্বেগজনক হিসেবেই ধরা হচ্ছে। তবে এই ভ্যারিয়েন্টটির ব্যাপারে এখনো গবেষণা চলছে। ভারতের কোভিড জিনোম সিকুয়েন্সিং কনসোর্টিয়ামের তথ্য অনুযায়ী, প্রধানত ইউরোপ, এশিয়া ও আমেরিকার নয়টি দেশে এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে।
দুটি ভ্যারিয়েন্টের অন্যতম পার্থক্য হলো ভাইরাসের স্পাইক প্রোটিনে কে৪১৭এন (K417N) মিউটেশনের। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনেই শুধু উল্লিখিত এই বিবর্তন ঘটেছে।
বর্তমানে বিশ্বে ডেল্টা ও ডেল্টা প্লাস শনাক্তের সংখ্যা কেমন?
যুক্তরাজ্যে খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাজ্যের বর্তমান ৯৯ শতাংশ সংক্রমণের জন্যই দায়ী এই ভ্যারিয়েন্টটি। যুক্তরাজ্যেই এক সপ্তাহে শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। অন্যান্য দেশেও ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ছে।
১৮ জুন পর্যন্ত বিশ্বজুড়ে ২০৫জন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে বেশিরভাগই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে।
ডেল্টার এওয়াই.২ (Ay.2) ভ্যারিয়েন্ট কী?
ডেল্টা প্লাসের আরও একটি ভ্যারিয়েন্টও রয়েছে, এটির বিবর্তনও কিছুটা আলাদা। এওয়াই.১ এর সংক্রমণই এখন পর্যন্ত সবচেয়ে বেশি, তবে যুক্তরাষ্ট্রে এওয়াই.২ (Ay.2) নামে আরেকটি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এটি এখনো ভারতে শনাক্ত হয়নি।
ডেল্টা প্লাস কি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে অধিক সংক্রামক ও গুরুতর?
ভারতে মহামারির সেকেন্ড ওয়েভের সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী মূলত ডেল্টা ভ্যারিয়েন্ট। অন্যান্য দেশেও সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে ডেল্টা ভ্যারিয়েন্টকেই দায়ী করা হচ্ছে। ভারতের বিশেষজ্ঞরা বলছেন, ভারতে তৃতীয় ওয়েভের সংক্রমণ বৃদ্ধির কারণ হতে নতুন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।
কোভিড চিকিৎসায় ব্যবহৃত মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপিও প্রতিরোধ করতে পারে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, এই থেরাপির মাধ্যমে দেহে কৃত্রিমভাবে অ্যান্টিবডি উৎপাদন সম্ভব। তবে এই থেরাপি প্রতিরোধী হওয়া মানেই ভ্যারিয়েন্টটি অধিক গুরুতর এমন নয় বলে নিশ্চিত করেছে ভারতের বিশেষজ্ঞ কমিটি।
ভারতে আগে থেকেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের উপস্থিতি
বুধবার ভারত সরকার জানিয়েছে, গত ১১ জুন পাবলিক হেলথ ইংল্যান্ডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্তের খবরের পর, ভারতের বিশেষজ্ঞরা সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে দেখতে পান, গত ৫ এপ্রিলের সংগৃহীত এক নমুনাতেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।
ভারত সরকার আরও জানিয়েছে, দেশটিতে এখনো ডেল্টা প্লাসের সংক্রমণ নগণ্য, তবে বেশ কিছু রাজ্যে গত দুমাস ধরেই ভ্যারিয়েন্টটির উপস্থিতি ছিল।
- সূত্র: হিন্দুস্থান টাইমস