ছবির গল্প: ফারো আইল্যান্ডের সমুদ্র তলদেশের সুড়ঙ্গ পথ যেভাবে করবে কাজ
তিন বছরেরও বেশি সময় ধরে নির্মাণ কাজ শেষে একটি সমুদ্র তলদেশের (আন্ডার-সি) টানেল বা সুড়ঙ্গ পথ খুলে দিচ্ছে ফারো আইল্যান্ড।
সমুদ্র তলদেশের ওই সুড়ঙ্গ পথগুলো প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এক নেটওয়ার্কের মাধ্যমে দ্বীপরাজ্যটির স্ট্রেময় ও এস্টারয় দ্বীপ দুটির সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করবে। নেটওয়ার্কটি ১৯ ডিসেম্বর খুলে দেওয়ার কথা।
ওই সুড়ঙ্গ পথ চালু হলে ১ ঘণ্টা ১৪ মিনিটের পথ মাত্র ১৬ মিনিটে পাড়ি দিতে পারবেন অধিবাসীরা।
নর্থ আটলান্টির বুকে ১৮টি ছোট ছোট দ্বীপে গড়ে ওঠা ফারাও আইল্যান্ড অর্ধেক আইসল্যান্ড ও অর্ধেক নরওয়ের মধ্যে অবস্থিত। এটি ডেনমার্কের একটি স্বায়ত্বশাসিত রাজ্য।
সুড়ঙ্গ পথটি কীভাবে কাজ করবে, চলুন এবার সচিত্র জেনে নিই:
- সূত্র: বিবিসি