বিলুপ্তির ঝুঁকিতে বিশ্বের ৩০ শতাংশ উদ্ভিদ প্রজাতি
বর্তমানে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে; এছাড়া শত শত প্রজাতি রয়েছে বিলুপ্তির প্রায় দ্বারপ্রান্তে। বুধবার বোটানিক গার্ডেন কনজারভেশন ইন্টারন্যাশনাল (বিজিসিআই) প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড'স ট্রিস-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ১৭ হাজার উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এ সংখ্যাটি বিশ্বের মোট উদ্ভিদের প্রায় ৩০ শতাংশ। এছাড়া, ৪৪০টি উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রতি প্রজাতিতে প্রায় ৫০টিরও কম উদ্ভিদ রয়েছে বনাঞ্চলগুলোতে।
হুমকির মুখে থাকা পাখি, উভচর, সরীসৃপ, এবং স্তন্যপায়ী প্রাণীর মোট সংখ্যার চেয়েও বিলুপ্তির ঝুঁকিতে থাকা উদ্ভিদ প্রজাতির এ সংখ্যা দ্বিগুণ।
এদিকে বিজিসিআই মহাসচিব পল স্মিথ এক বিবৃতিতে বলেছেন, "এই প্রতিবেদনটি বিশ্বজুড়ে সবার জন্য একটি সতর্কবার্তাস্বরূপ- উদ্ভিদের আমাদের সাহায্যের প্রয়োজন।"
বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উদ্ভিদের মধ্যে রয়েছে ম্যাগনোলিয়াস এবং ডিপটেরোকার্প-সহ কিছু প্রজাতি। সাধারণত দক্ষিণ-পূর্ব এশীয় রেইনফরেস্টে এ সকল উদ্ভিদ পাওয়া যায়। এছাড়া ওক, ম্যাপল, এবং ইবোনি গাছও হুমকির মুখে রয়েছে বলে উঠে আসে এ প্রতিবেদনটিতে।
প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে সচল রাখতে এবং বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অত্যাবশ্যক ভূমিকা পালন করে উদ্ভিদ। যেকোনো একটি উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির ফলে অন্যান্য প্রজাতিরও ক্ষতি হতে পারে।
সাম্প্রতিক এ প্রতিবেদনে আরো দেখা গেছে, উদ্ভিদ-প্রজাতির বৈচিত্র্যে সমৃদ্ধ বিশ্বের শীর্ষ ছয়টি দেশে হাজার হাজার প্রজাতি রয়েছে বিলুপ্তির ঝুঁকিতে। এর মধ্যে শুধুমাত্র ব্রাজিলেই ১,৭৮৮টি প্রজাতি রয়েছে ঝুঁকির মধ্যে, যা এ ছয় দেশের মধ্যে সর্বোচ্চ।
এ তালিকার বাকি পাঁচটি দেশ হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, কলম্বিয়া এবং ভেনেজুয়েলা।
প্রতিবেদনে বলা হয়, মূলত ফসল উৎপাদন, কাঠের গুঁড়ি তৈরী এবং গবাদি-পশু পালনের ফলে উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির এ আশঙ্কা দেখা দিয়েছে। সেই সাথে রয়েছে চরমভাবাপন্ন আবহাওয়া এবং পরিবর্তীত জলবায়ুর প্রভাবও।
এছাড়া, কমপক্ষে ১৮০টি উদ্ভিদ প্রজাতিr বিলুপ্তির ঝুঁকি সরাসরিভাবে সমুদ্র ও তীব্র আবহাওয়ার সাথে সম্পর্কিত। এ তালিকায় রয়েছে ক্যারিবিয়ানের ম্যাগনোলিয়াসের মত দ্বীপ অঞ্চলের প্রজাতি।
যদিও মেগাডাইভার্স দেশগুলোতেই সর্বাধিক সংখ্যক বিলুপ্তপ্রায় উদ্ভিদ রেকর্ড করা হয়েছে, আনুপাতিকহারে দ্বীপ অঞ্চলের প্রজাতিগুলোও বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে।
"উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির এ পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ অনেক দ্বীপে এমন সব উদ্ভিদের প্রজাতি রয়েছে যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না," যোগ করা হয় প্রতিবেদনটিতে।
- সূত্র- রয়টার্স