সমুদ্র সৈকতে মানুষের উৎপাত নেই, ডিম পাড়তে এসেছে লাখো কচ্ছপ
বিশ্বজুড়ে করোনা আতঙ্ক, লকডাউনে সবাই আটকে আছে ঘরের মধ্যে। আর এই সুযোগে প্রকৃতি যেন মানুষের উৎপাত থেকে হাঁফ ছেড়ে বেঁচে উঠেছে। হাজার হাজার বছর আগে যখন প্রকৃতিকে নাগপাশে বাঁধেনি মানুষ তখন কেমন ছিল সব? প্রকৃতির এই মুক্ত রূপই এবার দেখা গেল ভারতের উড়িষ্যার রুশিকুল্যা সমুদ্র সৈকতে।
গোটা সৈকত ধু ধু করছে। কোথাও কোনও মানুষের পায়ের ছাপও নেই। আর এই সুযোগে সমুদ্র সৈকত দখল করছে লাখ লাখ কচ্ছপ। তারা আসছে, ঘুরে বেড়াচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আবার ডিমও পাড়ছে। কেউ তাদের বাধা দেওয়ার নেই। তুলে নিয়ে যাওয়ার কেউ নেই। বিনা বাধায় সৈকতের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে তারা। ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
ভারতের বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় সাত লাখ অলিভ রিডলেস (Olive Ridleys) কচ্ছপ নিয়মিত আসছে এই সৈকতে। মানুষের ভিড় এখন নেই। কোথাও মানুষের উপদ্রব নেই। ভিড়ও নেই। এমন সুযোগে ডিম পাড়ছে কচ্ছপরা।
প্রতি বছর মার্চ মাস নাগাদ উড়িষ্যার গহিরমাথা এবং রুশিকুল্যা সমুদ্র সৈকতে আসে এই প্রজাতির কচ্ছপ। তবে কোনোবার এত বেশি সংখ্যক আসতে দেখা যায় না। বনবিভাগের কর্মীরা আন্দাজ করছেন, এবার প্রায় ৬০ মিলিয়ন ডিম পাড়বে কচ্ছপরা। মানুষের অনুপস্থিতিতে নিজেদের বংশবৃদ্ধি করার সুযোগ ছাড়বে কেন ওরা?