তারা বিলিয়নিয়ারদের স্ত্রী-প্রেমিকা
খ্যাতি ও অর্থবিত্ত প্রায়ই একে অপরের পরিপূরক কিংবা সমার্থক হয়ে ওঠে, কিন্তু সব ক্ষেত্রে তা নাও হতে পারে। কোনো কোনো খ্যাতিমান তারকাকে আমরা বেশ বিত্তশালী হিসেবে জানলেও, কখনো কখনো তারা সঙ্গী হিসেবে এমন সব মানুষকে বেছে নেন যাদের ব্যাংকে রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। তখন হঠাৎ করেই ওই তারকাকে আর অতটা ধনী মনে হয় না, যেন সঙ্গীর ক্ষমতার আড়ালেই পড়ে যান তিনি! আবার ভূরি ভূরি সম্পদ থাকা সত্ত্বেও সবাই ই যে বিখ্যাত হতে পারেন এমনটাও নয়। আজকের থাকছে তেমনই কিছু জুটির গল্প।
লেডি কিটি স্পেন্সার ও মাইকেল লুইস
প্রিন্সেস ডায়ানার ভাগ্নি লেডি কিটি স্পেন্সার ২০২১ সালে বিয়ে করেছিলেন তার দীর্ঘদিনের প্রেমিক, বিলিয়নিয়ার ফ্যাশন মোগল মাইকেল লুইসকে। তাদের বিয়ের সময় স্পেন্সারের বয়স ছিল ৩০ বছর এবং লুইসের বয়স ছিল ৬২ বছর। স্পেন্সার বহু বছর ধরেই ডলচে অ্যান্ড গাবানা ব্র্যান্ডের মডেল ছিলেন এবং তাদের চোখ ধাঁধানো সব গাউন পরে র্যা ম্পে হেঁটেছেন বহুবার। ইতালির ফ্রাসেটি শহরের এক রাজকীয় ভিলায় অনুষ্ঠিত এই জুটির বিয়েতে ধুমধামের কোনো কার্পণ্য রাখা হয়নি।
তালুলাহ রিলে ও ইলন মাস্ক
এই মুহুর্তে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বরাবরই গণমাধ্যমে আলোচনায় থাকেন। নারীঘটিত বিভিন্ন ঘটনায় তাকে জড়ানোর গল্পও নতুন নয়। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক জীবনে একাধিকবার মডেল ও অভিনেত্রীদের সাথে প্রণয়ে জড়িয়েছেন। এদের মধ্যে একজন ছিলেন তালুলাহ রিলে।
'ওয়েস্টওয়ার্ল্ড' অভিনেত্রীকে তিনি দুইবার বিয়ে করেছেন এবং দুইবার ডিভোর্স দিয়েছেন! প্রথম দফায় তারা ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সংসার করেছেন এবং এরপর ২০১০-২০১২ সাল পর্যন্ত একসাথে ছিলেন তারা।
অ্যাম্বার হার্ড ও ইলন মাস্ক
চলতি বছরে জনি ডেপ-অ্যাম্বার হার্ড মানহানি মামলাকে কেন্দ্র করে এই দুজনের পুরনো সম্পর্ক নতুন করে খবরের শিরোনামে উঠে আসে। ২০১৬ সালের দিকে টেসলার সিইও 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রীর সাথে ডেট করতে শুরু করেছিলেন এবং তাদের এই স্বল্পকালীন সম্পর্ক নিয়ে অনেক গুজব ও বিতর্ক, দুটোই রয়েছে।
মেলানিয়া ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প
সাবেক মডেল মেলানিয়া ট্রাম্প ২০০৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করার পর নতুন করে আলোচনায় আসেন।
গ্রিমস ও ইলন মাস্ক
কানাডিয়ান সঙ্গীতশিল্পী গ্রিমস ও ইলন মাস্ক ২০১৮ সালে সম্পর্কে জড়ান এবং ২০২০ সালে তাদের ঘরে এক পুত্রসন্তানের জন্ম হয়। ২০২১ সালে এই জুটি বিচ্ছেদের ঘোষণা দেন।
রিয়ানা ও হাসান জামিল
সৌদি ব্যবসায়ী হাসান জামিলের সঙ্গে তিন বছর প্রেম করেছেন রিয়ানা। ২০১৭ সালে তাকে 'রহস্যময় ব্যক্তি'র সাথে ঘুরে বেড়াতে দেখার পর থেকেই তারা গণমাধ্যমের আলোচনায়।
সালমা হায়েক ও ফ্রাসোয়া-অঁরি পিনো
ফরাসি বিলিয়নিয়ার ফ্রাসোয়ার সাথে কয়েক বছর প্রেম করার পর ২০০৯ সালে তাকে বিয়ে করেন মেক্সিকান-আমেরিকান অভিনেত্রী সালমা হায়েক। এই জুটির সংসারে ভ্যালেন্তিনা নামের এক মেয়ে রয়েছে।
অ্যান ওজিসকি ও সের্গেই ব্রিন
টুয়েন্টিথ্রি অ্যান্ড মি-এর সিইও ওজিসকি গুগলের সহপ্রতিষ্ঠা সের্গেই ব্রিনকে বিয়ে করেন ২০০৭ সালে; কিন্তু ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
লিন্ডা ইভানজেলিস্তা ও ফ্রাসোয়া-অঁরি পিনো
সালমা হায়েকের সঙ্গে সাময়িক বিচ্ছেদের সময়ই আবার কানাডিয়ান মডেল লিন্ডার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ফরাসি এই বিলিয়নিয়ার। ২০০৬ সালে তাদের ঘরে এক পুত্রসন্তানের জন্ম হয়।
এলি ম্যাকফারসন ও আর্পাড বুসন
সাবেক অস্ট্রেলিয়ান মডেল ১৯৯৫ সালে প্রথম এই বিলিয়নিয়ারের সাথে প্রেম শুরু করেন। ফরাসি ফাইন্যান্সিয়ার তার সঙ্গে ১০ বছর সংসার করেছেন এবং তাদের দুই সন্তান রয়েছে।
এলি ম্যাকফারসন ও জেফ্রি সোফার
এলি ম্যাকফারসন দ্বিতীয়বারের মতো আরেক রিয়েল এস্টেট ডেভলপার বিলিয়নিয়ার জেফ্রি সোফারের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১৩ সালে তারা ফিজি দ্বীপে গিয়ে বিয়ে করেন, তবে ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
মিরান্ডা কের ও ইভান স্পিগেল
২০১৭ সালে স্ন্যাপচ্যাটের প্রতিষ্ঠাতা ইভান স্পিগেলকে বিয়ে করেন অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা। ফোর্বস সূত্র অনুসারে, ২০২১ সাল অবধি স্পিগেলের মোট সম্পদের পরিমাণ ১০ দশমিক ২ বিলিয়ন ডলার।
জেন ফন্ডা ও টেড টার্নার
সিএনএন এর প্রতিষ্ঠাতা টেড টার্নারের সাথে ১৯৯১-২০০১ পর্যন্ত সংসার করেছেন বিখ্যাত অভিনেত্রী জেন ফন্ডা। ফোর্বস সূত্র অনুসারে, ২০২১ সাল অবধি টার্নারের মোট সম্পদের পরিমাণ ২ দশমিক ৩ বিলিয়ন ডলার।
জেরি হল ও রুপার্ট মার্ডক
সাবেক এই মডেল (মাইক জ্যাগারের প্রাক্তন) ২০১৬ সালে মিডিয়া মোগল রুপার্টকে বিয়ে করেন।
জ্যানেট জ্যাকসন ও উইজাম আল মানা
কাতারি বিলিয়নিয়ার উইজাম আল মানাকে ২০১২ সালে বিয়ে করেন গায়িকা জ্যানেট জ্যাকসন। কিন্তু এখন আর তারা একসঙ্গে থাকছেন না।
স্টেফানি সিমুর ও পিটার এম ব্র্যান্ট
সাবেক এই মডেল ১৯৯৫ বিলিয়নিয়ার পিটারকে বিয়ে করেন। মুদ্রণ ব্যবসা ও সিনেমা প্রোডাকশন দিয়ে নিজের ভাগ্য ফিরিয়েছেন এই ব্যবসায়ী।
প্যারিস হিলটন ও প্যারিস কাসিদোকোস্তাস-লাতসিস
আমেরিকার একজন খ্যাতনামা ব্যক্তি ও শিপিং ব্যবসায়ী প্যারিসের সঙ্গে ২০০৫ সালে বাগদান পর্যন্ত হয়ে গিয়েছিল প্যারিস হিলটনের। কিন্তু দুর্ভাগ্যবশত, তাদের এই প্রেম টেকেনি।
স্টিভ বিং ও এলিজাবেথ হার্লি
২০০৭ সালে ভারতীয় ব্যবসায়ী অরুন নায়ারকে বিয়ে করার আগে ইংরেজ অভিনেত্রী এলিজাবেথ হার্লি প্রেম করেছিলেন ব্যবসায়ী স্টিভ বিং এর সাথে। তাদের একটি সন্তানও রয়েছে।
অ্যালেক্সিস ডিজোরিয়া ও জেসে জেমস
ওয়েস্ট কোস্ট চপারসের প্রতিষ্ঠাতা (সান্ড্রা বুলকের প্রাক্তনও) ড্র্যাগ রেসারকে বিয়ে করেন ২০১৩ সালে। বাবার থেকে উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তি পেয়েছেন ডিজোরিয়া; তিনি ছিলেন পল মিশেল হেয়ার প্রোডাক্টসের প্রতিষ্ঠাতা ও একজন বিলিয়নিয়ার।
সূত্র: স্টারস ইনসাইডার