অতিরিক্ত ভাড়া আদায় করায় ৭৩টি বাসকে ২ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় মঙ্গলবার ৭৩টি বাসকে ২ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাস অপারেটরদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত রাখতে শহরজুড়ে দশটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দশটি ভ্রাম্যমাণ আদালত নগরীতে ২৫৭টি গাড়িতে অভিযান চালায়। আদালত ১২টি সিএনজিচালিত ও ৬১টি ডিজেলচালিত বাসকে জরিমানা করে এবং অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেয়।
এছাড়াও ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে বাস কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
সরকার ডিজেলচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর পর কিছু বাস অপারেটর অতিরিক্ত ভাড়া আদায় করছে নিচ্ছে বলে জানা গেছে।