অনলাইনে লুডো টুর্নামেন্ট: উত্তোলিত অর্থ দিয়ে ৩০০ অসহায়ের খাবারের ব্যবস্থা করল তরুণরা
করোনাকালীন এ অস্থির সময়ে ঘরে বসেই কাটছে বেশিরভাগ তরুণের সময়। কেউ হয়তো চলচ্চিত্রে ডুবে আছেন, কেউ বা মেতে আছেন অনলাইন গেমিং নিয়ে। অনলাইনে লুডো খেলা হালের এক জনপ্রিয় ট্রেন্ড। বাংলার জনপ্রিয় এই পারিবারিক খেলা এই কোয়ারেন্টিনে রীতিমতো উন্মাদনায় রূপ নিয়েছে। এই উন্মাদনাকে কাজে লাগিয়ে ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন তরুণ নিয়েছেন ব্যতিক্রমী এক উদ্যোগ।
'কোয়ারেন্টিনো লুডো ফেস্ট' নামে একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছেন তারা। এ প্রতিযোগিতায় ৩২ টি দল অংশগ্রহণ করে। প্রতি দলে ২ জন করে মোট ৬৪ জন প্রতিযোগী ছিলেন। অংশগ্রহণকারী দলগুলোকে ৩০০ টাকা নিবন্ধন ফি দিয়ে টুর্নামেন্টে অংশ নিতে হয়। এছাড়া অনেকেই নিবন্ধন ফি এর বাইরে অনুদান হিসেবে আরও কিছু কিছু টাকা বাড়িয়ে দেন। ফলে টুর্নামেন্ট থেকে প্রায় ২৬ হাজার টাকা উঠে। যার পুরোটাই ব্যয় করা হয় মহামারির এই দুঃসময়ে অসহায় মানুষের খাবারের পেছনে।
এই পুরো টাকা দিয়ে ঢাকার পূর্ব রামপুরায় প্রায় ৩০০ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। খাবারের প্যাকেটে ছিল চিকেন বিরিয়ানি, ডিম এবং সালাদ। ঘরোয়া পরিবেশে রান্না করা এই খাবার বিতরণও করা হয় সামাজিক দুরত্বের বিধিমালা মেনে।
নিতান্ত খেলার ছলে এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ প্রশংসিত হয়েছে।
অভিনব এই আয়োজনের প্রধান উদ্যোক্তা রাফসান জানি বলেন, "এ সংকটের সময়ে আমরা কয়েকজন মিলে ভাবি কিছু করা যায় কিনা। দেখলাম বন্ধুবান্ধবের মধ্যে অনেকেই অনলাইনে লুডো খেলে সময় কাটান। তাই ভাবলাম খেলার ছলেই যদি সুবিধাবঞ্চিত মানুষের সামান্য উপকারে আসা যায় তাতে মন্দ কি? এ ভাবনা থেকেই এ উদ্যোগ গ্রহণ। আশাতীত সাড়া পেয়েছি। পরবর্তীতে আরও বড় পরিসরে আয়োজনের ইচ্ছে আছে।"