অবিলম্বে সাংবাদিক রোজিনার মুক্তির আহ্বান সিপিজের
অবিলম্বে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তির দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
সোমবার সিপিজের প্রকাশিত এক বিবৃতিতে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে পুলিশি তদন্ত বন্ধের ও সাংবাদিকদের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে গ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
"বাংলাদেশে কঠোর এই ঔপনিবেশিক আইনের অধীনে একজন সাংবাদিককে আটক করে মামলা দেওয়ার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন আমরা। দুঃখজনকভাবে এই আইনের আওতায় কঠোর শাস্তির বিধান রয়েছে," বলেন সিপিজের এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক আলিয়া ইফতিখার।
"বাংলাদেশ পুলিশ ও সরকারকে বুঝতে হবে রোজিনা ইসলাম একজন সাংবাদিক। তার কাজই 'জনগণের সেবা'। তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে সরকারের উচিৎ দ্রুত তাকে মুক্তি দেওয়া," যোগ করেন তিনি।
সচিবালয়ে অনুমতি ছাড়া দাপ্তরিক নথিপত্রের ছবি তোলার অভিযোগে রোজিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পেশাগত দায়িত্ব পালন করতে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর সেখান থেকে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
কয়েক ঘণ্টা আটক রাখার পর রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে।