আগস্টেই আসবে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
আগামী আগস্ট মাসেই দেশে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ১০ লাখ ডোজ আসবে। কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব ভ্যাকসিন পেতে যাচ্ছে বাংলাদেশ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, "আগামী আগস্টেই গ্যাভি কোভ্যাক্স-এর অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিনের আরও ১০ লাখ ডোজ দেশে আসবে। এর পাশাপাশি, রাশিয়ার সাথেও ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত আলোচনার যথেষ্ঠ অগ্রগতি এসেছে। চীনের সাথে দেশের পক্ষ থেকে চুক্তি সম্পন্ন করা হয়েছে। চীন থেকে ফিরতি জবাব এলেই পরবর্তী পদক্ষেপ জানানো হবে। ইতোমধ্যেই চীনের উপহার ৬ লাখ ভ্যাকসিনসহ বর্তমানে মজুদ ১১ লাখ ভ্যাকসিন থেকে অন্তত ৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এই ৫ লাখ মানুষ এই ১১ লাখ ভ্যাকসিন থেকে ১ম ও ২য় ডোজ গ্রহণ করবেন।"
আজ (১৬ জুন) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিং-এ অংশ নিয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে, গত রোববার (১৩ জুন) চীন থেকে উপহারস্বরূপ পাঠানো সিনোফার্ম ভ্যাকসিনের ৬ লাখ ডোজ বাংলাদেশে পৌঁছায়।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে টিকা সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই) এর নেতৃত্বাধীন জোট হলো কোভ্যাক্স।