আগস্টে আসবে ফাইজারের আরও ৬০ লাখ টিকা
করোনাভাইরাস প্রতিরোধী ফাইজার-বায়োএনটেকের আরো ৬০ লাখ ডোজ টিকা আগস্টে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কনভেশন সেন্টারকে ফিল্ড হাসপাতালে রূপান্তরের জন্য পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ন্যায্যতার ভিত্তিতে বিশ্বের সব দেশে করোনার টিকা নিশ্চিতের প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে আগে ১ লাখ ফাইজারের টিকা এসেছে। আগামী মাসে আরও ৬০ লাখ টিকা আসবে। আমরা কাল আনুষ্ঠানিক চিঠি পেয়েছি"।
দেশের টিকার সংকট আস্তে আস্তে কেটে যাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ৪৬ লাখ টিকা দেশে পৌঁছেছে।
চীনের কাছ থেকে বড় ধরনের টিকার চালান আসবে, এমন আশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "চীনের থেকে আরও ৫০ লাখ টিকা আমরা পাব। এটা এ মাসের শেষে কিংবা আগস্টের প্রথম সপ্তাহে আসছে"।
এছাড়া আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০ লাখ টিকা পাওয়ার আশা রয়েছে বলে মন্ত্রী জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক থেকে দেড় মাসের মধ্যে বাংলাদেশের হাতে দেড় কোটির বেশি টিকা থাকবে।