আমিরাতগামী প্রবাসী কর্মীদের কোভিড-১৯ টেস্টের ফি দেবে সরকার
সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট ফি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।
প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি জানিয়েছেন, বিমানবন্দরে প্রবাসীকর্মীদের কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট ফির ১৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।
শনিবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এ কথা জানান।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, "প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স প্রেরণ করে। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার জন্য ধার্যকৃত ১৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে"।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের কোভিড-১৯ টেস্টের জন্য স্থাপন করা আরটি-পিসিআর ল্যাবের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) সংযুক্ত আরব আমিরাতের অনুমোদন লাভ করায় আটকেপড়া প্রবাসী কর্মীরা বৃহস্পতিবার থেকে তাদের কর্মস্থলে গমন শুরু করেছে।
ছুটিতে দেশে আসা প্রায় ৪০ হাজার প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারছেন না। কারণ, আগস্ট মাসে উপসাগরীয় দেশটি বিদেশ হতে আসা যাত্রীদের ফ্লাইটের পূর্বে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক ঘোষণা করেছে।
এক ঘোষণায় দেশটি জানায়, বিদেশ হতে আসা যাত্রীদের তাদের ফ্লাইটের সর্বোচ্চ ছয় ঘন্টা আগে কোভিড-১৯ এর পিসিআর-টেস্ট করতে হবে।
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের টেস্টের সুযোগ সীমিত থাকায় অনেক বিদেশগামী কর্মীই দেশে আটকা পড়ে যায়।
এরপরে, আটকা পড়া যাত্রীরা আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত পিসিআর টেস্টের সুবিধা স্থাপনের দাবি জানায়; কেননা, অভিবাসী শ্রমিক এবং কর্মীরা যথাসময়ে তাদের কর্মস্থলে পৌঁছাতে ব্যর্থ হলে চাকরি হারানোর মতো আশঙ্কা রয়েছে।
১৫ সেপ্টেম্বর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘোষণা করে যে তারা স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশে ঢাকা বিমানবন্দরে কোভিড টেস্টিং ল্যাব স্থাপনের জন্য ছয়টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে।
এ ছয়টি প্রতিষ্ঠান গত ১৬ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের কাছে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) পাঠায়।