ইউএস বাংলার উড়োজাহাজে পাখির আঘাত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে পাখির আঘাতের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল আটটার দিকে ঢাকা থেকে আসা উড়োজাহাজটি অবতরণের সময় এ ঘটনা ঘটে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার-ই-জামান বলেন, “উড়োজাহাজটি অবতরণের সময় পাখির আঘাতের ঘটনা ঘটে। তবে সেটি নিরাপদে অবতরণ করেছে।”
এর আগে গত ১৪ অক্টোবর পাখির আঘাতের কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করে।
বিমানবন্দরের উন্মুক্ত এলাকায় পাখির সংখ্যা অন্যান্য যায়গা থেকে তুলনামূলক বেশী থাকে। এছাড়া শীতকালে বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী জলাশয়গুলোতে নতুন করে অতিথি পাখে আসে। ফলে বিমান উড্ডয়নের বা অবতরণের সময় পাখির সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।