ইনানী থেকে ৮ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকত থেকে আট লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫।
সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে এ চালানটিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মো. জামাল হোসেন (২২) টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ২২ এর আওতাধীন ডি-২ ব্লকের মো. হোছনের ছেলে।
র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাবের অবস্থান টের পেয়ে এ ইয়াবা চোরাচালানে সম্পৃক্ত কয়েকজন ট্রলারযোগে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৮ লাখ পিস ইয়াবাসহ জামালকে আটক করা হয়।
তিনি আরও জানান, এটি এ বছরে সর্বোচ্চ পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা। আটক জামালকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।