উন্নত ঢাকা গড়তে পাঁচ রূপরেখা তাপসের
পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, স্বশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা-এ পাঁচটি রূপরেখায় ভাগ করে ইশতেহার উপস্থাপন করেন।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন তিনি।
নির্বাচনের মাত্র কয়েক দিন আগে মঙ্গলবার ইশতেহার ঘোষণা করেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
‘ঐতিহ্যের সাথে আধুনিকায়নের পথে’ স্লোগানকে সামনে রেখে প্রকাশ করা ইশতেহারে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহারে ঐতিহ্যের ঢাকা গড়া নিয়ে তাপস বলেন, তিনি নির্বাচিত হলে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকাকে ‘ঐতিহ্য প্রাঙ্গন’ হিসেবে গড়ে তোলা হবে। সবাইকে নিয়ে সমন্বিত প্রয়াসে জাদুঘর ও আর্ট গ্যালারি নির্মাণ করা হবে।
তাপস জানান, ঢাকার ঐতিহাসিক বৈশিষ্ট্য থাকা স্থাপনা সংরক্ষণে মহাপরিকল্পনা নেওয়া হবে। এর মাধ্যমে পুরনো ঢাকার ঐতিহ্যকে পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হবে।
সুন্দর ঢাকা প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, প্রয়োজনীয়সংখ্যক উদ্যান নির্মাণের পাশাপাশি সবুজায়ন, ছাদবাগানে উৎসাহ দেওয়া হবে। এ ছাড়া পরিবেশবান্ধব স্থাপনা বৃদ্ধি, বায়ু ও শব্দ দূষণ রোধে ব্যবস্থার পাশাপাশি প্রত্যেক ওয়ার্ড খেলার মাঠ, শরীর চর্চাকেন্দ্র স্থাপন করা হবে।
সচল ঢাকা গড়তে গণপরিবহনের চলাচল নিয়ন্ত্রণ ও ভালো ব্যবস্থাপনার মাধ্যমে কিছু রাস্তায় দ্রুতগতির যানবাহন, কিছু রাস্তায় ধীরগতির যানবাহন চলাচলের ব্যবস্থার কথা জানান তাপস। তিনি জানান, নগর ঘুরে দেখার জন্য 'হপ অন হপ অফ' বাস সেবা চালু করা হবে।
সুশাসিত ঢাকা গড়া নিয়ে তাপস বলেন, ঢাকায় থাকা পঞ্চায়েত ব্যবস্থা চালু করতে চান তিনি। এর মাধ্যমে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধসহ এলাকাভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
তাপস জানান, প্রধানমন্ত্রীর রূপকল্প-২০৪১ অনুযায়ী উন্নত ঢাকা গড়ে তোলা হবে।
তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ঢাকার উন্নতি, ভবন নির্মাণ, ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ, নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।