এখন পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের পরিকল্পনা নেই: বিমানের এমডি
যুক্তরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরণের কারণে দেশটির সঙ্গে বিভিন্ন দেশ ফ্লাইট বন্ধ করে দিলেও বাংলাদেশ সরকারের কাছ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক।
বিমানের এমডি মো. মোকাব্বির হোসাইন বলেন, "কোভিড টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা বোর্ডিং কার্ড ইস্যু করছি।"
তিনি বলেন, বর্তমানে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ বিমানের দুটি সাপ্তাহিক ফ্লাইট চালু আছে। আগামী মাস থেকে আরেকটি যুক্ত হবে।
যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার এই অতিসংক্রামক স্ট্রেইনের কারণে নিজ দেশে সংক্রমণ ঠেকাতে দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে ফ্রান্স, জার্মানী, আয়ারল্যান্ড।
অন্যদিকে করোনাভাইরাসের নতুন যে ধরন শনাক্ত হয়েছে তা মোটেই 'নিয়ন্ত্রণে নেই' বলে সতর্ক করে দিয়ে সবাইকে নতুন কঠোর বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
তিনি বলেন, লন্ডনসহ যেসব জায়গায় চার-স্তরের বিধিনিষেধ জারি রয়েছে তা না মানাটা 'পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন আচরণ হবে।'
লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে আরও দুই মাসের জন্য লকডাউনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, দ্রুত ছড়িয়ে পড়তে থাকা করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের কারণে সরকারকে বড়দিনে বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা বাদ দিতে হয়েছে।