এ বছরও হচ্ছে না পিইসি পরীক্ষা
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা গ্রহণ না করার প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ফলে, চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পিইসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অনুমোদন পাওয়ার কথা নিশ্চিত করেছে মন্ত্রণালয় সূত্র।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়ার কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
তবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে তাদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণের জন্য মূল্যায়ন করা হবে।
গত বছর কোভিড মহামারির কারণে কোনো পরীক্ষা গ্রহণ ছাড়াই পিইসি পরীক্ষার্থীদের প্রমোশন দেওয়া হয়।