করোনার কারণে নিম্ন আদালতে বন্ধ থাকছে বিচারকাজ
করোনা ভাইরাসের কারণে জরুরি কার্যক্রম ছাড়া দেশের অধস্ত আদালতগুলোর মামলা সংক্রান্ত সকল কার্যক্রম মূলতবি রাখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) আলী আকবর স্বাক্ষরিত প্রধান বিচারপতির নির্দেশনা সংক্রান্ত আদেশটি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আদেশে বলা হয়, 'আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য সীমিত করার নির্দেশ দেওয়া হলো।'
বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার (জেলা জজ) মোহাম্মদ সাইফুর রহমান। তিনি দ্য বিজনিস স্ট্যান্ডার্ডকে বলেন, অধস্তন আদালেতের প্রায় সকল কার্যক্রম মূলতবি থাকবে। তবে আদালতের বিচারক ও স্ঠাফরা নিয়মিত আদালতে দায়িত্ব পালন করবে।
সুপ্রিম কোর্টের এখন ছুটি চলছে। আগামি ২৮ মার্চ এই ছুটি শেষ হচ্ছে। এরপর সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে কি না সে বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানান মোহাম্মদ সাইফুর রহমান।
রোববার অধস্তন আদালতের কার্যক্রম মূলতভরি বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে বের হয়ে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, 'এ সঙ্কটময় মুহূর্তে আদালত বন্ধের বিষয়ে প্রধান বিচারপতিকে পরামর্শ দিয়েছি।'