করোনা আতঙ্ক: যুক্তরাজ্য থেকে সিলেটে এলো আরেকটি ফ্লাইট
যুক্তরাজ্য থেকে ১৬৭ জন যাত্রী সমেত আরেকটি ফ্লাইট এসেছে বাংলাদেশে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪৪ জন যাত্রী নেমে যান, বাকিরা আরেকটি সংযুক্ত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, "যাত্রীদের সাথে করোনাভাইরাস নেগেটিভ সনদ আছে, আমরা সবার রিপোর্ট পরীক্ষা করে দেখছি। সকলকে দুই সপ্তাহের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।"
বিমানবন্দরের মেডিক্যাল দলের সমন্বয়কারী ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সিরাজুম মুনির বলেন, "সব যাত্রীকেই পরীক্ষা করে দেখা হচ্ছে। কারও সাথে নেগেটিভ সনদ না থাকলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।"
যুক্তরাজ্যে অধিক সংক্রামক করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন নিয়ে আতঙ্কের মধ্যে গত ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ২০২ জন যাত্রী নিয়ে সিলেট আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। সকল যাত্রীই যুক্তরাজ্য থেকে করোনাভাইরাস নেগেটিভ সনদ নিয়ে এসেছেন।