করোনা পরীক্ষার নমুনা ‘উধাও’
করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে দীর্ঘ ৯ দিনেও ফল জানতে পারেননি নেত্রকোনার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মকর্তা।
বুধবার স্থানীয় স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করে তিনি নিশ্চিত হয়েছেন- তার দেওয়া নমুনাটি 'মিসিং' অর্থাৎ উধাও হয়ে গেছে। ফলে চরম বিপাকে পড়েছেন তিনি।
এদিকে, নমুনা হারিয়ে যাওয়ার এমন ঘটনা আরও ঘটেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
জানা গেছে, জেলা শহরের নিখিলনাথ সড়কের বাসিন্দা ওই ব্যক্তি প্রায় ১০-১২ দিন আগে জ¦র ও সর্দি-কাশিতে আক্রান্ত হন। গত ৩০ জুন তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর থেকে তিনি বাসার একটি কক্ষে আইসোলেশনে রয়েছেন।
কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত তার নমুনা পরীক্ষার কোনো ফলাফল জানতে পারেননি। বুধবার সকালে স্থানীয় সিভিল সার্জনের কার্যালয়ে যোগাযোগ করলে তাকে জানানো হয়- ''ওই তারিখে সংগৃহীত সকল নমুনা পরীক্ষার রিপোর্ট আরও দু'তিন দিন আগেই চলে এসেছে। কিন্তু তার দেওয়া নমুনাটি অজ্ঞাত কারণে 'মিসিং' অর্থাৎ 'উধাও' হয়ে গেছে।'' তাকে আবারও নমুনা দিতে বলেছেন সংশ্লিষ্টরা।
ওই ব্যক্তি বলেন, ''বর্তমানে আমি সুস্থ। কিন্তু করোনায় আক্রান্ত হয়েছি কি না- সে ব্যাপারে নিশ্চিত হতে না পারায় আইসোলেশন থেকে মুক্ত হতে পারছি না।''
তিনি জানান, পরীক্ষার ফলাফল সম্পর্কে নিশ্চিত না হওয়ার কারণে তার বাসার প্রত্যেকে এখনও আতঙ্কে রয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নেত্রকোনা সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান বলেন, আমরা নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠিয়ে দিই। সম্ভবত সেখান থেকেই নমুনাটি মিসিং হয়েছে।