কলেজের নির্মাণাধীন গেট ভেঙ্গে স্কুল ছাত্রসহ নিহত ৪
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি কলেজের নির্মাণাধীন গেট ভেঙ্গে এক স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার গুল্টা বাজার এলাকার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে একজনের নাম জানা যায়নি।
নিহতরা হলেন- তাড়াশ উপজেলার গাবগাড়ী গ্রামের তোজাম আলী (৬০), বস্তুল গ্রামের রাশেদুল ইসলাম (২৫), নাটোরের সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র আসিফ (১৪)। এছাড়া একজন গরু ব্যবসায়ী রয়েছেন। তার নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকেল পৌঁনে ৪ টার দিকে ওই কলেজের প্রধান গেটের ছাউনির নিচে থাকা ওই স্কুলছাত্রসহ ৪ জন গল্প করছিলেন। এ সময় নির্মাণাধীন ওই গেইটের ছাউনি ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে ত্রুটি ছিল এবং তত্ত্ববধানের দায়িত্ব থাকা ব্যক্তি সঠিকভাবে তার দায়িত্ব পালন করেননি। ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।