কেনাকাটা করুন ৩ ফুট দূরত্ব রেখে
বিদেশ ফেরতদের বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে এলাকাবাসীকে সর্তক করার মাধ্যমে অনেকেরই প্রশংসা কুড়িয়েছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান। এবার শহরের নিত্য পণ্য ও ওষুধের দোকানেগুলোর সামনে তিন ফুট দুরত্ব বজায় রাখতে মার্কিং শুরু করেছেন তিনি।
বৃহস্পতিবার সকাল থেকে নিজ তদারকিতে একাধিক টিমের মাধ্যমে তিনি এ মার্কিং কার্যক্রম শুরু করেন।
বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে, ইউএনও আবু সুফিয়ান মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান সড়কে সেনা সদস্য, পুলিশ, আনসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিত্যপণ্য ও ওষুধের দোকানের সামনে মার্কিং কার্যক্রম পরিচালনা করছেন। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পশ্চিম পাশে সড়কে একইভাবে তিন ফুট ব্যবধান রেখে সাদা রং দিয়ে বক্স একে দিচ্ছেন। এর আগে তিনি শহরের সৈয়দ আতর আলী সড়কের বিভিন্ন স্থানে একইভাবে এ কার্যক্রম পরিচালনা করেন।
ইউএনও বলেন, সেনা সদস্য, পুলিশ, আনাসারসহ সম্মিলিত ফোর্স নিয়ে তিনি সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় দোকান-পাট বন্ধ ও জনসমাগম বিচ্ছিন্ন করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করেছেন। পাশাপাশি শহরের ওষুধ, নিত্য পণ্যের দোকানে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখতে রং দিয়ে তিন ফুট দূরত্বের চিহ্ন একে দিচ্ছেন।
আবু সুফিয়ান বলেন, মাগুরায় শুরু থেকেই সম্মিলিতভাবে করোনা প্রতিরোধে নানা ইতিবাচক কার্যক্রম গ্রহণ করা হয়। যা ধারাবাহিকভাবে চলমান রয়েছে। যে কারণে মাগুরায় জেলা এখন পর্যন্ত করোনা ভাইরাসের বিরুদ্ধে অনেকটা ভাল অবস্থায় রয়েছে।