কে এই ত্ব-হা
শুক্রবার রাতেই পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তিনজনকে। ১৬৪ ধারায় জবানবন্দি আদালতে নেওয়ার পর তিনজনকেই 'নিজ ও পরিবারের জিম্মায়' ছেড়ে দেন জুডিশিয়াল আদালত। প্রায় তিন ঘণ্টা জবানবন্দি আদালতে রের্কড করার পর পরিবারের নিকট তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে, আটদিন নিখোঁজ থাকার পর ফিরে আসা আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হাসহ তিনজনেই গতকাল (শুক্রবার) বাড়ি ফিরে আসেন। তবে তথ্য রয়েছে, তারা নিজেরাই গাইবান্ধায় বন্ধু সিয়ামের বাসায় ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন। কে এই সিয়াম, কী তার পরিচয়- তা এখনো পাওয়া যায়নি।
আবু ত্ব-হার পরিচয়
আফসানুল আদনান আবু ত্ব-হা স্নাতকে পড়ার সময় ঝুঁকে পড়েন ধর্ম-কর্মে। নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ক আলোচনায় তিনি ক্রমেই আলোচিত হয়ে উঠেন। ৩১ বছর বয়সী আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের প্রকৃত নাম মো. আফছানুল আদনান। তার বাবার বাড়ি রাজশাহী। কিন্তু তিনি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। নগরীর আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা তার নানা।
আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। পরে কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগ থেকে অনার্স, মার্স্টাস পাস করেছেন।
রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসায় দ্বীনি বিষয়ে তালিম নিয়েছেন। পরে নিজেই ইসলামিক বইগুলো খুঁটিয়ে পড়ে জ্ঞান অর্জন করেছেন। ২০১৮ সালে 'আলোকিত জ্ঞানী' প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। ছাত্রজীবন থেকেই আহলে হাদিস সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। তখন থেকেই ফেসবুক পেজ ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করতেন। বিভিন্ন মসজিদে নামাজও পড়াতেন তিনি।
আবু ত্ব-হা নিজেকে 'ইসলামি স্কলার' দাবি করেন। পড়াশোনা শেষ না হলেও অভিযোগ রয়েছে, তিনি ইসলাম ধর্মীয় বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন।
আবু ত্ব-হা তার প্রথম স্ত্রী হাবিবা নূর, দেড় মাসের ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে রংপুরের শালবন মিস্ত্রীপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকেন। তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। তিনি ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
ছেলেবেলায় ক্রিকেট খেলতে পছন্দ করতেন আবু ত্ব-হা। তার ধর্মীয় কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া নেই বললেই চলে; নেই এ সংক্রান্ত বড় ডিগ্রিও।
স্থানীয় সাজ্জাদ হোসেন বলেন, 'দীর্ঘদিন ধরে দেখে ছি আবু ত্ব-হা স্কুল ও কলেজে লেখাপড়া করছেন। ক্রিকেটসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। কখনো মাদ্রাসায় কিংবা আররি লাইনে পড়তে দেখি নাই। তার হঠাৎ করে বড় আলেম হওয়াটা বেশি ভালো মনে হয়নি। তবে তার ইসলামি চিন্তা একেবারেই ছিল বলে মনে হয় না। আর কম বিদ্যা ভয়ংকর- কথায় আছে। তার নিজেকে বড় আলেম মানাটা সঠিক নয়।'
নগরীর কোট মসজিদের খতিব মাওলানা মো: জাহিদুল ইসলাম বলেন, 'আবু ত্ব-হা কখনো আরবিতে বক্তব্য দেননি। যারা আলেম, ইসলাম সম্পর্কে জানেন, তারা কখনো ভুল ব্যাখ্যা দিতে পারেন না। আর, অপরাধ করলে শাস্তি পেতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা করার মালিক তিনি।'