কোভিড-১৯: দুপুরের আগেই সারাদেশে ১৭২ জনের মৃত্যু
আজ বুধবার (১৪ জুলাই) দুপুরের আগেই ২৪ ঘন্টার কম সময়ে ঢাকা বাদে দেশের বেশ কয়েকটি জেলায় কোভিড-১৯ আক্রান্ত প্রায় ১৭২ জন মারা গেছেন।
সারাদেশের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ'তে চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা মারা যান বলে সময় টিভির এক প্রতিবেদন সূত্রে জানা যায়।
সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাজশাহী, ময়মনসিংহ ও বগুড়া জেলায় যথাক্রমে; ২৫, ১৯ ও ১৪ জন।
বরিশালে ১৩ জন এবং কুষ্টিয়া ও খুলনা উভয় জেলা থেকেই ১২ জন করে মারা গেছেন, আর ঝিনাইদহে মারা যান ১১ জন।
এছাড়া, ফরিদপুর ও চট্টগ্রামে ১০ জন করে এবং সাতক্ষীরা ও টাঙ্গাইলে ৯ জন করে মারা গেছেন।
সিলেট, চুয়াডাঙ্গা ও রংপুর জেলায় যথাক্রমে; সাত, পাঁচ ও চার জনের মৃত্যুর কথা জানানো হয়। অন্যদিকে, নাটোর, ঠাকুরগাঁও, গাজীপুর ও নেত্রকোনায় তিন জন করে মারা গেছেন।
গতকাল মঙ্গলবার দেশে ২০৩ জনের প্রাণ কেড়ে নেয় মরণব্যাধি কোভিড। এর ফলে টানা তৃতীয় দিনের মতো মৃতের সংখ্যা দুইশ'র ঘর ছাড়ায়।