ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন পেল গ্লোব বায়োটেক
কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকার ডোজ উৎপাদনের অনুমোদন পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড।
গ্লোব বায়োটেকের রিসার্চ এবং ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, "২৮ ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় টিকার ডোজ উৎপাদনের অনুমোদন পেয়েছি আমরা। আগামী সপ্তাহে কোন প্রতিষ্ঠান ট্রায়াল চালাবে তা জানানো হবে। প্রটোকল অনুযায় প্রয়োজনীয় ডোজ আমরা উৎপাদন করব।"
গত বছরের ২ জুলাই তারা কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা দেন। এরপর অক্টোবরে ইঁদুরের ওপর ট্রায়ালের পর তারা এই ভ্যাকসিনকে 'কার্যকর' এবং 'সম্পূর্ণ নিরাপদ' হিসেবে ঘোষণা করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তৈরি করা নভেল করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের খসড়া তালিকা অনুযায়ী, বিভিন্ন দেশে ১৯৮টি ভ্যাকসিন প্রস্তুত করা হচ্ছে।