আইজিপির দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বুধবার বিকেলে ৩০তম আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শককে এ ব্যাজ পরানো হয়।
নতুন আইজিপিকে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
এর মধ্যে দিয়ে সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন ড. বেনজীর আহমেদ।
র্যাঙ্ক ব্যাজ পরানোর সময় গণভবনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত আইজিপি গণভবনে ব্যাজ পরিধানের পরপরই ধানমণ্ডি ৩২ নম্বরে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দুপুরে বেনজীর আহমেদ পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আইজিপি হিসেবে যোগদানের আগে র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি।