ঘূর্ণিঝড় ইয়াস: ভোলায় ঝড়ে গাছ চাপায় ও পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু
ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গাছের চাপায় ও পানিতে ডুবে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছে লালমোহন উপজেলার চরসকিনা গ্রামের মোঃ আবু তাহের (৪৮) ও মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ বছরের শিশু লামিয়া। মঙ্গলবার বিকেলে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয় এবং রাত সাড়ে ১১ টায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবু তাহের।
স্থানীয়রা জানান, লালমোহনের কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরসকিনা গ্ৰামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা রিকশাচালক আবু তাহের রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় ঝড়ের তীব্র বাতাসে ঘরের পাশে থাকা একটি রেইনট্রি গাছ ভেঙে তার গায়ে পড়লে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে আবু তাহেরের মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফয়েজউদ্দিন গ্রামের বাসিন্দা দিনমজুর লোকমান হোসেনের সাত বছরের মেয়ে লামিয়া বাড়ির সামনে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত পরিবারগুলোর খোঁজখবর নেয়ার পাশাপাশি সকল পরিবারকে আর্থিক সহায়তা করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-ইলাহী চৌধুরী।