ঘূর্ণিঝড় ইয়াস: সুন্দরবনের ৮ টহল ফাঁড়ির কর্মীকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ঝুঁকিপূর্ণ ৮টি টহলফাঁড়ির অর্ধশতাধিক কর্মীকে পার্শ্ববর্তী নিরাপদ ফাঁড়িতে যেতে বলা হয়েছে। বনরক্ষীদের পাশাপাশি সুন্দরবনে অবস্থান করা জেলে, বাওয়ালি ও মৌয়ালরাও নিরাপদে অবস্থান নিয়েছে।
যেসব টহল ফাঁড়ির সদস্যকে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে, সেগুলো হলো; সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা, ককিলমুনি, শ্যালা, কচিখালী ও চড়খালী এবং চাঁদপাই রেঞ্জের মধ্যে রয়েছে তাম্বুলবুনিয়া, জোংড়া ও ঝাপসি টহল ফাঁড়ি বন অফিস। ইতোমধ্যেই এসব অফিসের কর্মকর্তা ও বনরক্ষীরা নিরাপদ ফাঁড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্ক সংকেত বৃদ্ধির সাথে সাথে তারা অস্ত্র ও প্রয়োজনীয় মালামাল নিয়ে ঝুঁকিমু্ক্ত ফাড়িতে যাবেন বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন।
তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস আগামী ২৬ মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। বিষয়টি মাথায় রেখেই বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের ঝুঁকিপূর্ণ ৮ টহল ফাঁড়ির কর্মীদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।
এসব টহল ফাড়ির পার্শ্ববর্তী ফাঁড়ির কর্মী ওইসব ফাঁড়ির আওতাভুক্ত এলাকার প্রতি নজর রাখবেন।