ঘূর্ণিঝড় বুলবুলে আক্রান্তদের উদ্ধারে বিমান বাহিনী
ঘূর্ণিঝড় বুলবুলের কবলে ভোলার চরফ্যাশন এলাকায় আক্রান্ত মানুষদের উদ্ধার করতে নেমেছিল বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা।
রোববার (১০ নভেম্বর) ভোলার চরফ্যাশনে ট্রলার ডুবিতে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টার। উদ্ধার করার মত কাউকেই পাওয়া যায়নি বলে তারা ফেরত আসে।
জানা যায়, বুলবুলের আঘাতে চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের তোফায়েল মাঝির জেলে ট্রলারটি ভোররাতে চাঁদপুর মৎস্য ঘাটে ইলিশ বিক্রি করে চরফ্যাশনে আসার পথে ঝড়ের মুখে পড়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ২০ জেলের মধ্যে ১৫ জনকে স্থানীয়ভাবে উদ্ধার হলেও ৫ জন নিখোঁজ রয়েছে। চর ফ্যাশনে ট্রলার ডুবির খবর পাওয়ার পর পরই বিমান বাহিনী প্রধানের নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি অনুসন্ধান ও উদ্ধার হেলিকপ্টার দ্রুত পাঠানো হয় ঘটনাস্থলে।
বিকেল ৪ টায় ঢাকা তেজগাঁও বিএএফ ঘাঁটি বাশার থেকে রওনা হয় এগোস্টা ওয়েস্টল্যান্ড ১৩৯ মডেলের হেলিকপ্টার দুটি।
এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নিজেদের জীবন বাজি রেখে হেলিকপ্টার দুটি চর ফ্যাশনের উপকূলে ৩০ মিনিট ধরে অনুসন্ধান চালায়। কিন্তু ট্রলারে ডুবে যাওয়া কারও সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা ৬ টায় হেলিকপ্টার দুটি চট্টগ্রামে জহুরুল হক বিএএফ ঘাঁটিতে অবতরণ করে।