ঘূর্ণিঝড় বুলবুল: ১১ নভেম্বরের জেএসসি, জেডিসি পরীক্ষা স্থগিত
বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী সোমবারের (১১ নভেম্বর) জেএসসি এবং জেডিসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য জানিয়েছেন।
জেএসসির স্থগিত পরীক্ষা ১৩ নভেম্বর (বুধবার) এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৬ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
এর আগে ঘূর্ণিঝড়ের কারণে আজকের (শনিবার) পরীক্ষাও পিছিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবারের জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৪ নভেম্বর হবে।
গত ২ নভেম্বর থেকে সারাদেশের ২ হাজার ৯৮২টি কেন্দ্রে শুরু হয় চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।
২৯ হাজার ২৬২ প্রতিষ্ঠানের ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় এলাকা মোংলা ও পায়রাকে সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও ঘনীভূত হয়ে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের সুন্দরবনের ওপর দিয়ে খুলনা উপকূল অতিক্রম করতে পারে।
শনিবার সকাল ৯টায় আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে উপকূলীয় এলাকায় ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।