চট্টগ্রামের ফ্লাইওভারে ২টি পিলারে ফাটল, যান চলাচল বন্ধ
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের এম এ মান্নান ফ্লাইওভারের দুটি পিলারে ফাটল দেখা দেওয়ায় এক পাশে যান চলাচল বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)
সোমবার (২৫ অক্টোবর) রাত ১১ টার দিকে চসিক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ এই সিন্ধান্ত নেয়।
চসিকের চাঁন্দগাও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, নগরীর বহদ্দারহাটের এম এ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্পের দুটি পিলারে ফাটল দেখা দেয়। ঝুঁকি এড়াতে ফ্লাইওভারের একপাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
উদ্বোধনের চার বছরের মাথায় কী কারণে ফ্লাইওভারে ফাটল দেখা দিয়েছে এমন প্রশ্নের জবাবে এসরারুল হক বলেন, ফ্লাইওভারের উপর দিয়ে পণ্যসহ ৫০ মেট্রিক টন ওজনের যানবাহন চলাচল করেছে। ফ্লাইওভারের উপর দিয়ে এত ভারী পন্যবাহী যানচলাচলের কথা নয়। এ কারণে ফাটল দেখা দিতে পারে।
যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর শুলকবহর থেকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা পর্যন্ত এম এ মান্নান ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
২০১২ সালের ২৪ নভেম্বর চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনায় ১৪ জন নিহত হলে এর নির্মাণ কাজ তদারকির দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনী। নির্মাণ কাজ শেষে ২০১৩ সালের ১২ অক্টোবর ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্মাণের চার বছর পর ফ্লাইওভারে আরাকান সড়কমুখী একটি র্যাম্প যুক্ত করেন সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুছ ছালাম। র্যাম্প ব্যবহার করে নগরের মুরাদপুর থেকে আসা গাড়িগুলো চান্দগাঁও ও বহদ্দারহাট বাস টার্মিনালের দিকে একমুখী চলাচল করে। পরে এই ফ্লাইওভারসহ চারটি ফ্লাইওভার ২০১৯ সালের ডিসেম্বরে চসিককে হস্তান্তর করে সিডিএ।