চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমি (৩৪) মারা গেছেন।
পবিত্র ঈদের দিন, আজ সোমবার (২৫ মে) ভোর ৬ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ডা. রুমি প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ মে শ্বাসকষ্ট নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তবে দুইবার করোনা টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।