চট্টগ্রামে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৮
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওতে এক গৃহবধু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া থেকে নগরীতে ফেরার পথে মৌলভী পুকুর পাড় এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটায়।
ঘটনার সঙ্গে জড়িত ৭ পুরুষ ও এক নারীকে ইতোমধ্যে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন সিএনজি অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৩৮), অটোরিকশাচালক মো. ইউসুফ (৩২), মো. রিপন (২৭), মো. সুজন (২৪), অটোরিকশাচালক দেবু বড়ুয়া (৩১), দোকানদার মো. শাহেদ (২৪), অটোরিকশাচালক রিন্টু দত্ত বিপ্লব (৩০) ও মনোয়ারা বেগম (৫৫)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, 'চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় জড়িত আটজনকে আটক করা হয়েছে।'
ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
উপ-কমিশনারের তথ্যমতে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া থেকে চকবাজারের বাসায় ফিরছিলেন ওই গৃহবধু। কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত সিএনজি অটোরিকশায় আসেন। সেখান থেকে অটোরিকশা নিয়ে চকবাজার ফেরার পথে আরকান সড়কের মৌলভী পুকুর পাড়ের সেটির গতিরোধ করে ধর্ষণকারীরা। সেখান থেকে টেনে হিঁচড়ে পাশের গলিতে নিয়ে ২২ বছর বয়সী ওই গৃহবধুকে পালাক্রমে ৮-১০ ধর্ষক ধর্ষণ করে।
এরপর পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে আটজনকে আটক করে। এ অভিযানে নেতৃত্বে ছিলেন সিএপিমর উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক। ধর্ষণের শিকার গৃহবধুকে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।